অচেনা ঈদ – সুপর্না রায় চৌধুরী
বছর ঘুরে রমজান শেষে
ঈদ এলো যে ভবে ,
অন্যরূপের এমন ঈদ
কে দেখেছে কবে!
চির চেনা উৎসব আজ
অচেনা লাগছে ভারী,
সাজ-পোশাকের বাহার নেই,
কেবল আহাজারী।
কোলাকুলি হয়েছে বারণ
থাকতে হবে দূরে,
করোনাই যে তার কারণ
ভয়ে যাই মরে।
মন খারাপ কোরোনা বন্ধু
এদিন পাল্টে যাবেই,
আগের মতো ঈদ পালন
পরের বছর হবেই।
ভালোবাসায় বাধা নেই
মনে মনে কাছে থেকো,
পোশাক সেতো ক্ষণিকের
মনটাকে সজীব রেখো।
বেঁচে যদি থাকো তবে
ফিরে আসবে সবই,
আগের মতোই মজা হবে
বেড়ানো হবে খুবই।
সেলামীটা এবার জমা থাক
পরেরবার পাবে দ্বিগুণ,
সেই আশাতেই খুশির রাগ
মনে আনুক ফাগুন।
এ আঁধার পেছনে ফেলে
করোনার নিপাত হোক,
ঘরে থেকেও সবাই মিলে
বলো ঈদ মোবারক।
প্রাণের উৎসব না হয় এবার
অন্যরকম করে করি,
বাঁচতে বাঁচাতে সবাই সবার
দূরে থেকেই হাতটা ধরি।
Total Page Visits: 261 - Today Page Visits: 1