এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বোয়ালখালীর ইউএনও
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আছিয়া খাতুনের করোনা ভাইরাসের শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে প্রথমবারের মত একজন নারী ইউএনও আক্রান্ত হলেন।
মঙ্গলবার (৯ জুন) রাতে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা যায়।
গত এক সপ্তাহ ধরে হোম আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন ইউএনও আছিয়া খাতুন। কাপুনি থাকায় সন্দেহ দূর করতে ৬ জুন নমুনা দিয়েছিলাম। আজ (মঙ্গলবার) রাতে বিআইটিআইডির রিপোর্টে পজিটিভ এসেছে।
তিনি বলেন, আগে কাপুনি ছাড়া অন্য কোনো উপসর্গ ছিল না। এখন অবশ্য কোনো উপসর্গই নেই। শারিরীকভাবে মোটামুটি সুস্থ আছি।
উল্লেখ্য ২০১৭ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে।
তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে বোয়ালখালীবাসী করোনা সংক্রমণ থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণে প্রশংসনীয় হন।