অভিজ্ঞ প্রতিনিধির খোঁজে বাংলার ধ্বনি
জনতার স্বাধীন কন্ঠ স্লোগান নিয়ে বাংলার ধ্বনি নিউজ পোর্টালের জন্য জরুরী ভিত্তিতে দেশের সকল জেলা, উপজেলা/থানা এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, স্পোর্টস প্রতিবেদক, বিনোদন প্রতিবেদক আবশ্যক। এছাড়াও ব্যুরো প্রধান, স্টাফ রির্পোটার, ক্রাইম রির্পোটার, ফটো সাংবাদিক আবশ্যক।
আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি , অভিজ্ঞতা ( যদি থাকে) উল্লেখ পূর্বক জীবন বৃত্তান্ত, এনআইডি কার্ড/জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি, মোবাইল নাম্বার সহ লিখে ইমেইলে (banglardhonibd@gmail.com),
বিজ্ঞপ্তি প্রকাশের এক মাসের মধ্যে আবেদন করতে হবে। আবেদনকারী প্রত্যেকে ভিডিও সহ সংবাদ সংগ্রহের আগ্রহী হতে হবে।
বিশেষ দ্রষ্টব্য : রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধী নিউজ করা যাবে না।
আবেদন পাঠানোর ঠিকানাঃ
বরাবর,
বাংলার ধ্বনি
চট্টগ্রাম
ফোনঃ 01763-748986
ইমেইল : editor@banglar-dhoni.com