সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম আর নেই
নিজস্ব প্রতিবেধক:করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্ট্রোক করে আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিরবিদায় নিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম (ইন্নালিল্লাহি…রাজিউন)।
আজ শনিবার বেলা সোয়া ১১ টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল
প্রসঙ্গত যে, গত ১ জুন মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি ঘটলে ৫ জুন তাকে কেবিনে নেওয়ার কথা ছিল। কিন্তু সেদিন ভোরেই তার ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি কোমায় ছিলেন।
Total Page Visits: 112 - Today Page Visits: 1