করোনা যুদ্ধ জয়ী হলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির করোনা যুদ্ধজয়ী হয়ে উঠেছেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
শুক্রবার (১৯ জুন) চতুর্থ দফা করোনা টেস্টে তার ফলাফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের স্টাফ অফিসার শাহাদাত হোসেন।
তিনি বলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির স্যারের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। শনিবার সকালে রিপোর্ট পাওয়া যায়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
উল্লেখ্য মাঠ পর্যায়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় দিন-রাত কঠোর পরিশ্রম এবং দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। করোনার উপসর্গ দেখা দেওয়ার পর গত ২৪ মার্চ থেকে তিনি হোম আইসোলেশনে চলে যান। তিনি ছাড়াও তার মা রাজিয়া কবীর, তার দপ্তরের সমন্বয়কারী কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী এবং গাড়িচালক ফরহাদ রহমানও করোনায় আক্রান্ত। গত ২৭ মে তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক করোনা আক্রান্ত হওয়ায় অধিদপ্তরের এক দাপ্তরিক আদেশে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদকে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।