ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা মেনে নিতে পারছে না বর্তমান সরকার : মির্জা ফখরুল
করোনা দুর্যোগকালীন সময়ে দেশে যখন গরীব ও ছিন্নমুল মানুষ দু’মুঠো ভাতের জন্য হাহাকার করছে, তখন ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি এমন মন্তব্য করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখায় সেই মানবিক কাজটিকে কোনভাবেই মেনে নিতে পারছে না বর্তমান হিংসাশ্রয়ী সরকার।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরো বলেন, দলীয় লোকজনদেরকে দিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হিংস্রতার থাবা বিস্তার করেছে। নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করা হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আওয়ামী শাসকগোষ্ঠীর বর্বরোচিত শাসনে বাংলাদেশ নামক স্বাধীন দেশটি ক্রমান্বয়ে আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানাতে চাচ্ছে।
তিনি বলেন, অদৃশ্য আততায়ী করোনা ভাইরাসের মরণছোবলে ভীত সন্ত্রস্ত ও নিরন্ন মানুষকে বিএনপি নেতাকর্মীদের দ্বারা সাহায্যের মহৎ উদ্যোগকে সন্ত্রাসী কায়দায় বাধাগ্রস্ত করতেই আওয়ামী সন্ত্রাসীরা প্রতিনিয়ত নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এটি নিঃসন্দেহে চলমান দু:শাসনেরই ভয়াবহ নজীর। ক্ষমতাসীন দল কর্তৃক এধরণের পৈশাচিক হামলা ও রক্তাক্ত সন্ত্রাসী ঘটনার কারণেই করোনা মহামারীর এই সংকটময় সময়ে দেশ আরও গভীর নৈরাজ্যের মধ্যে নিপতিত হয়েছে।
এই করোনা মহামারীর মধ্যে গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সরকারী দলের সন্ত্রাসীদের হামলা অশুভ ইঙ্গিতেরই ইশারা।