বিশ্ব পাবলিক সার্ভিস দিবস আজ
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস আজ। এবারের ইউএন জাতিসংঘ পুরস্কার অর্জন করায় পাবলিক সার্ভিস দিবস বাংলাদেশের জন্য এক ভিন্ন মাত্রার। আজ সন্ধ্যা ৭টায় (যুক্তরাষ্ট্র ইএসটি সকাল ৯টা) জাতিসংঘ ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস দিবস’ উদযাপন করবে।
এবারের প্রতিপাদ্য করোনা মহামারী প্রতিক্রিয়াতে সরকারি কর্মচারীদের সম্মান জানানো। প্রতিবছর এই দিনকে সামনে রেখে জাতিসংঘ ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান করে ৭টি ক্যাটাগরিতে। পাবলিক সার্ভিসকে বেছে নিতে উৎসাহিত করার উদ্দেশে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর এ দিবস পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থার নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভূমি মন্ত্রণালয় জানায়, আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় জাতিসংঘ ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘ইউনাইটেড নেশন্স পাবলিক সার্ভিস দিবস’ উদযাপন করবে।প্রতি বছর এ দিন সামনে রেখে সাতটি ক্যাটাগরিতে জাতিসংঘ পাবলিক সার্ভিস পুরস্কার দেয়া হয়। ৫ জুন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল ল্যু ঝেনমিন কর্তৃক জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে প্রদত্ত এক চিঠির বরাত দিয়ে আনুষ্ঠানিকভাবে ভূমি মন্ত্রণালয়কে এ পুরস্কার অর্জনের বিষয়টি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ১৬ জুন জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে বিজয়ী সাতটি দেশের সাতটি প্রতিষ্ঠান ও উদ্যোগের নাম ঘোষণা করে।
বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের ‘ই মিউটেশন’ উদ্যোগ ছাড়াও বতসোয়ানা, ব্রাজিল, মেক্সিকো, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া ও স্পেনের বিজয়ী সরকারি পরিষেবামুখী উদ্যোগগুলোর মধ্যে আছে ই-শিক্ষা প্ল্যাটফর্ম, নিম্ন আয়ের যুবকদের শিক্ষা, পরিকল্পনা পরিষদ, সহায়তা অধিকার, প্রবীণ স্বাস্থ্যসেবা ও বিচারিক কার্যক্রম সম্পর্কিত উদ্যোগ বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে জাতিসংঘ চলতি বছর পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্থগিত করেছে। তাই এবার দিবস উদযাপনে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।