ছুরির আঘাতে আহত ছাত্রদল নেতার মৃত্যু
চিকিৎসাধীন অবস্থায় মারা গেল মাদক কারবারিদের ছুরির আঘাতে আহত ছাত্রদল নেতা মীর সাদেক অভি (২৪)
নিহত মীর সাদেক অভি (২৪) আগ্রাবাদ হাজিপাড়া এলাকায় থাকত। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল সে । ২৪ জুন বুধবার রাত ৩ টার সময় নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ বলেন, গত শনিবার ২০ জুন হাজিপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক কর্মসূচি পালনকালে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে ছুরির আঘাতে গুরুত্বর আহত করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসা দেয়া হয় অভিকে। কিছুটা সুস্থ হলে বাসায় নিয়ে আসা হয়েছিল থাকে । কিন্তু মঙ্গলবার দুপুরে শারীরিক অবস্থার খারাপ হলে আবারও মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার রাত ৩টার দিকে মারা যায় অভি।
এদিকে অভির মৃত্যুতে শোক প্রকাশ করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।