সেই বাড়িটা – দেবাশীষ সান্যাল
সেই বাড়িটা লিখেছেন ~ দেবাশীষ সান্যাল।
যে বাড়িতে জন্ম নিলে দাওনি ভাড়া মূল্য
লক্ষ কোটি দাও না সোনা হয়কি সেটা তুল্য?
এই বাড়িটা রক্ত জলে মাংস দিয়ে গড়া
এই বাড়িটাই এসেছিলে আসবে পরম্পরা !
হঠাৎ যদি এই বাড়িটা পর হয়ে যায় কভু
এই বাড়িটা তোমার পানে চেয়েই থাকে তবু !
এই বাড়িটাই বসত করো যায়কি তাকে চেনা?
কোনও কিছুর বিনিময়ে যায়না তাকে কেনা !
নামাজ পূজো যতই করো কাজ করে যাও পুণ্য
এই বাড়িটা বিনা তোমার জীবন খানাই শূন্য !
দেবাশীষ সান্যাল, কলকাতা
Total Page Visits: 161 - Today Page Visits: 1