মান্দায় ৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মহিলা আটক
মাহবুবুজ্জামান সেতু,(নওগাঁ) : নওগাঁর মান্দায় ৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৪ জুন) বেলা পনে ১২ টার দিকে উপজেলার (নওগাঁ-নিয়ামতপুর) মহাসড়কের থানা সংলগ্ন পোষ্ট অফিসের সামনে দুইজনকে আটক করা হয়।
থানার পুলিশ পরিদর্শক তারেকুর রহমান সরকার বাংলার ধ্বনিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স বুধবার বেলা পনে ১২ টার দিকে উপজেলার (নওগাঁ-নিয়ামতপুর) মহাসড়কের থানা সংলগ্ন পোষ্ট অফিসের সামনে আড্ডা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করে।
আটককৃত মাদক কারবারি জাহানারা বেগম (৫৭) বগুড়া সদর উপজেলার চান্দাই (মধ্যপাড়া) গ্রামের সাহেব অালীর স্ত্রী এবং তার সহযোগী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতাঁরা (পূর্বপাড়া) গ্রামের তসলিমের স্ত্রী মালেকাবানু (৪৮)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নওগাঁ জেল-হাজতে পাঠানো হয়েছে।
বিডি/এমজেএম/এমএস