ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ইরাকে শীর্ষ ইরানি জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরানr। গ্রেপ্তারে সহায়তার জন্য ইন্টারপোলের সহায়তাও চেয়েছে দেশটি।
তেহরানের সরকারি কৌসুলিঁ আলি আলকাসিমেহর সোমবার একথা জানিয়ে বলেছেন, শুধু ট্রাম্পই নন, আরও ৩৫ জনের বিরুদ্ধে এই পরোয়ানা জারি হয়েছে। ইরানের ফার্স বার্তা সংস্থা এ খবর দিয়েছে।
গত ৩ জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হন ইরানের রেভল্যুশনারি গার্ডসের এলিট কুদ’স ফোর্সের প্রধান কাসেম সোলেমানি।
ইরানি এই কমান্ডার ওই এলাকায় যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর হামলার হোতা ছিলেন বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।
ইরানি কৌসুলিঁ আলি আলকাসিমেহর বলেন, হত্যা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সূত্র : বিডিনিউজ