৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে ডিএসই’র সব কার্যক্রম
নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ৩০ মে পর্যন্ত সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে দেশের অন্যতম শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) । আজ শনিবার (১৬ মে) পর এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। ডিএসই’র জনসংযোগ ও প্রকাশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকার করোনা মোকাবিলায় আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাপ্তরিক কাজ ৩০ মে পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
[Collected]
Total Page Visits: 52 - Today Page Visits: 1