“গ্রীন নবীনগর” নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ
মো. কামরুল ইসলাম (নবীনগর) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘গ্রীন নবীনগর’ নামে একটি সামাজিক সংগঠনের আাত্মপ্রকাশ ঘটেছে। সোমবার (০৬ জুলাই) পৌরসদরের আয়েশা আমজাদ টাওয়ারের কনভেনশন রুমে সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে ইজাজকে সভাপতি ও রিফাত উল্লাহকে সাধারণ সম্পাদক করে ১বছর মেয়াদের ৫৫ জনের একটি কার্যকরী কমিটির ঘোষণা করা হয়।
ডা. আহমেদ হোসেন ফুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, সাপ্তাহিক মলয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি।
বক্তব্য রাখেন, সাংবাদিক মো. সফর মিয়া, মো. দেলোয়ার হোসেন, নূর মোহাম্মদ জয়, ছাত্রলীগ নেতা আবু সায়েদ প্রমুখ। পরে শহরের বিভিন্ন পয়েন্টে করোনাভাইরাসে সামাজিক সচেতনায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।