নবীনগরে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সোমবার (২০ জুলাই) রাতে নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীনের সার্বিক সহযোগীতায় এসআই আনিসুজ্জামান, এসআই মনিরুল ইসলাম, এসআই রুবেল ফরাজী এবং এএসআই জুলহাস উদ্দিনের নেতৃত্বে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে পৌরসভার নারায়নপুর গ্রামের মো. লতিফ মিয়া ছেলে মো. সোহেল মিয়া (২৮) ও একই গ্রামের আহাদ মিয়ার ছেলে মো. ওবায়দুল (৩৯), এবং কুমিল্লার তিতাস উপজেলার সোনাকান্দা গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে ইসমাইল (২৬) কে পৌরসদরের মধ্যপাড়া হতে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
থানা সূত্রে জানা যায়, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে নবীনগর থানা অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, নবীনগরকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।