নওগাঁর মান্দায় ওসি মোজাফ্ফরের বিদায়ী সংবর্ধনা
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে মান্দা চত্ত্বরে মান্দা থানা পুলিশের আয়োজনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসআই আশীষ সরকারের সঞ্চলনায় এবং মান্দা থানার ওসি-তদন্ত তারেকুর রহমান সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা- নিয়ামতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মান্দা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম,দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ইলিয়াস খান, বেলাল হোসেন খান, সাইদুর রহমান মোল্লা, তোফাজ্জল হেসেন তোফা এবং ইয়াসিন আলী (রাজা) প্রমূখ।