রাষ্ট্রপতির আহ্বানে ১০ জুন বসছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন।
আগামি ১০ জুন বসছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সোমবার রাতে অধিবেশন আহ্বান করেন।
জাতীয় সংসদের গনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরুর পরের দিন অর্থাৎ ১১ জুন নতুন অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। করোনার সময়ের এই অধিবেশন আগের বাজেট অধিবেশনের মতো দীর্ঘস্থায়ী না হওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, এবারের বাজেটের আকার সাড়ে ৫ লাখ কোটি টাকারও বেশি।
Total Page Visits: 65 - Today Page Visits: 1