শেখ রাসেল স্মৃতি সংসদ আমুচিয়া শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
বোয়ালখালী প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৬তম জন্মদিন আজ।
১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৮ অক্টোবর রোববার শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে শেখ রাসেল স্মৃতি সংসদ আমুচিয়া শাখা ।
শেখ রাসেল স্মৃতি সংসদ আমুচিয়া শাখার সভাপতি মোঃ কাইয়ুম ও সাধারণ সম্পাদক এস.এম. ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু কাজল দে। বিশেষ অতিথি ছিলেন, আমুচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় দে।
অনুষ্ঠানে বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য সহ শেখ রাসেল কে স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।
এতে আরো উপস্থিত ছিলেন শেখ রাসেল স্মৃতি সংসদের সিনিয়র সহ সভাপতি ইমরান উদ্দিন নয়ন। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাবেদ, সাংগঠনিক সম্পাদক শিমুল সরদার, মুহাম্মদ সিফাত, মেধাবী ছাত্রনেতা শয়ন সেন, সুরঞ্জিত বিশ্বাস, মোঃ ইমন, স্যার আশুতোষ কলেজ ছাত্রলীগ নেতা শিমুল দাস বাবু, পোপাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমিত চক্রবর্তী, দূর্জয়, অন্তর, ইমন সহ আরো অনেকে