দ্রুত নির্বাচনের মাধ্যমে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে – মিয়ানমার সেনাপ্রধান
অচিরেই নতুন নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিং অং লাইং।
টেলিভিশনে দেয়া ভাষণে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার আগ্রহও প্রকাশ করেন মিয়ানমার সেনাপ্রধান ।
দেশটিতে জরুরি অবস্থা জারির পর জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে একথা জানান তিনি। বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই অং সান সু চিসহ বাকিদের গ্রেপ্তার করা হয়েছে। এমন বক্তব্যের জেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানাচ্ছেন দেশটির নাগরিকরা।
সপ্তাহজুড়ে চলা বিক্ষোভে গতকালই প্রথমবারের মতো মারমুখী ভূমিকা নেয় জান্তা সরকার। লাঠিচার্জসহ জলকামান থেকে ছোড়া হয় গরম পানি। আটক হন শিক্ষক, চিকিসৎকসহ অন্তত দেড় শতাধিক নাগরিক।
Total Page Visits: 114 - Today Page Visits: 1